মুসলিম নৈতিকতা
و لا تعتدوا তোমরা সীমালংঘন করো না। و لا تعثوا في الأرض مفسدين. ফাসাদ কারী হয়ে জমিনে ঘুরে বেড়িও না। و لا تلبسوا الحق بالباطل. তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করোনা। و لا تقف ما ليس لك به علم . যে বিষয়ে তোমার জানা নেই তার...
মুসলিম নৈতিকতা
و لا تعتدوا
তোমরা সীমালংঘন করো না।
و لا تعثوا في الأرض مفسدين.
ফাসাদ কারী হয়ে জমিনে ঘুরে বেড়িও না।
و لا تلبسوا الحق بالباطل.
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করোনা।
و لا تقف ما ليس لك به علم .
যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না।
و لا تمش في الأرض مرحا .
জমিনে দম্ভভরে চলাফেরা করো না।
و لا تصعر خدك للناس.
তুমি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না।
و اخفض جناحك للمؤمنين.
মুমিনদের জন্য তোমার বাহু অবনত করো।
و اغضض من صوتك.
তোমার আওয়াজ কে নিচু করো।
و اقصد في مشيك.
তোমার চলার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করো।
و اعرض عن الجاهلين.
মূর্খদের থেকে বিমুখ থাকো।
خذ العفو و أمر بالعرف.
তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভাল কাজের আদেশ দাও।
ادفع بالتي هي أحسن.
যা উত্তম তা দিয়ে মন্দকে প্রতিহত করো।
ادع إلى سبيل ربك بالحكمة.
তুমি তোমার রবের পথে হিকমতের সাথে আহ্বান করো।
لا تبطلوا صدقاتكم بالمن و الأذى.
তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না।
و لا تأكلوا أموالكم بينكم بالباطل.
তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না।
و لا تنابزوا بالألقاب.
তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না।
و لا يسخر قوم من قوم .
কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে।
و لا يغتب بعضكم بعضا.
তোমরা একে অপরের দোষ চর্চা করো না।
و لا تجسسوا.
তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না।
إجتنبوا كثيرا من الظن.
তোমরা অধিক অনুমান থেকে বেঁচে থাক।
ادخلوا في السلم كافة .
তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো।
و إذا حييتم بتحية فحيوا بأحسن منها.
যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে সালাম দিবে।
و بالوالدين إحسانا و ذي القربى و اليتامى .
মাতা-পিতা, নিকট আত্মীয় ও ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার কর।
و أطعموا البائس الفقير .
দুস্থ দরিদ্রকে খেতে দাও।
و لا تتبدلوا الخبيث بالطيب.
তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না।
و آتوا اليتامى أموالهم .
এতীমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও।
মুসলিম নৈতিকতা
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device