![](https://sarhaan.com/wp-content/uploads/2021/10/%D8%A7%D9%84%D8%AD%D9%82%D9%88%D9%82-%D8%A8%D9%86%D8%BA%D8%A7%D9%84%D9%8A.jpg)
বাঙালির অধিকার
ফিতরাত যে অধিকারের প্রতি আহ্বান করে এবং শরীয়ত আরবী ভাষায় যার বাস্তবায়ন ঘটিয়েছে তার সারসংক্ষেপ। আলোচকঃ ইবনু উছাইমিন (রাহিঃ)। 1ـ حقُّ الله تعالى أن تعبده وحده لا شريك له، وتكون عبدًا متذللا خاضعا له، ممتثلا لأمره، مجتنباً...
বাঙালির অধিকার
ফিতরাত যে অধিকারের প্রতি আহ্বান করে এবং শরীয়ত আরবী ভাষায় যার বাস্তবায়ন ঘটিয়েছে তার সারসংক্ষেপ।
আলোচকঃ ইবনু উছাইমিন (রাহিঃ)।
1ـ حقُّ الله تعالى
أن تعبده وحده لا شريك له، وتكون عبدًا متذللا خاضعا له، ممتثلا لأمره، مجتنباً لنهيه، مصدِّقا بخبره، عقيدة مثلى، وإيمانٌ بالحق، وعمل صالح مثمر، عقيدة قوامها: المحبة والتعظيم، وثمرتها: الإخلاص والمثابرة.
১. আল্লাহ তা'য়ালার অধিকারঃ তুমি একক ভাবে তাঁর ইবাদত করবে, তাঁর কোন শরীক নেই। তুমি তাঁর অনুগত এবং বিনয়ী বান্দা হবে, তাঁর আদেশের অনুসারী এবং নিষেধ বর্জনকারী, তাঁর সংবাদে বিশ্বাসী ও আদর্শিক বিশ্বাসী হবে।তাঁর প্রতি যথাযথ ঈমানদ্বার ও সৎ আমলকারী হবে। তাঁর প্রতি বিশ্বাসের বাস্তবতা হল তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা। এবং এর ফলাফল হল একনিষ্ঠতা।
2ـ حقّ رسول اللّه ﷺ
توقيره، واحترامه، وتعظيمه؛ التَّعظيم اللائق به، من غير غلوٍّ ولا تقصير.
وتصديقه فيما أخبر به من الأمور الماضية والمستقبَلة، وامتثال ما به أمر، واجتناب ما عنه نهى وزجر، والإيمان بأن هديه أكمل الهدي، والدفاع عن شريعته وهديه.
২. রাসূল (সঃ) এর অধিকারঃ
তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যেরূপ সম্মানের অধিকারী তিঁনি। কোন প্রকার বাড়াবাড়ি কিংবা কমতি করা যাবে না। তিঁনি অতীত এবং ভবিষ্যত সংক্রান্ত যে সংবাদ দিয়েছেন তার প্রতি বিশ্বাসী হওয়া। তাঁর আদেশ মান্য করা এবং নিষেধ সমূহ বর্জন করা। এবং বিশ্বাস করা যে তাঁর আনীত পথ প্রদর্শন সবচেয়ে পরিপূর্ণ ও তাঁর শরীয়ত ও পথ প্রদর্শন থেকে যাবতীয় প্রতিবন্ধকতাকে প্রতিহত করা।
3ـ حقوق الوالدين
تبرهما، وذلك بالإحسان إليهما قولًا وفعلا بالمال والبدن، وتمتثل أمرهما في غير معصية الله، وفي غير ما فيه ضرر عليك.
৩. পিতা মাতার অধিকারঃ
তাদের প্রতি সদাচরণ করা, সেটি হল শারীরিক কিংবা আর্থিক কথা কিংবা কাজের মাধ্যমে তাদের প্রতি ভালো আচরনের মাধ্যমে। আল্লাহর নাফরমানী নেই এমন কাজে তাদের অনুসরণ করা এবং নিজের জন্য ক্ষতিকর নয় এমন কাজেও।
4ـ حقُّ الأولاد
1ـ التربية؛ وهي تنمية الدين والأخلاق في نفوسهم حتى يكونوا على جانب كبير من ذلك
2ـ أن ينفق عليهم بالمعروف من غير إسراف ولا تقصير
3ـ ألا يفضل أحدا منهم على أحد في العطايا والهبات
৪. সন্তানের অধিকারঃ
ক. আত তারবিয়া: তাদের অন্তরে চারিত্রিক এবং ধর্মিয় বিষয়াদী লালন করা যাতে এর বড় একটি প্রভাব সেখানে বিস্তার করে।
খ. কোন প্রকার অপচয় এবং কৃপনতা ব্যাতিরেখে তাদের ভরণ পোষণ করা।
গ. কোন কিছু দেয়ার ক্ষেত্রে তাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য না দেয়া।
5ـ حقوق الأقارب
أن يصل قريبه بالمعروف؛ ببذل الجاه، والنفع البدني، والنفع المالي بحسب ما تتطلبه قوة القرابة والحا
৫. আত্নীয় স্বজনের অধিকারঃ
সৎভাবে আত্নীয়তার সম্পর্ক রক্ষা করা। প্রয়োজনানুসারে আত্নীয়তার বন্ধণ দৃঢ় করনার্থে শারীরিক ও আর্তিক সুবিধা প্রদান করা।
6ـ حقّ الزوجين
أَن يعاشر كل منهما الآخر بالمعروف وأن يبذل الحق الواجب له بكل سماحة وسهولة من غير تكرّه لبذله ولا مماطلة.
من حقوق الزوجة على زوجها: أن يقوم بواجب نفقتها من الطعام والشراب والكسوة والمسكن وتوابع ذلك، والعدل ببن الزوجات.
من حقوق الزوج على زوجته: أن تطيعه في غير معصية اللّه، وأن تحفظه في سره وماله، وألا تعمل عملا يضيع عليه كمال الاستمتاع
৬. স্বামি স্ত্রীর অধিকারঃ
একে অপরের সাথে সৎভাবে বসবাস করবে কোন প্রকার বিলম্ব এবং জবরদস্তি ব্যাতিরেকে সহনশীলতা এবং সাচ্ছন্দের সাথে তার অধিকার আদায় করা।
স্বামির প্রতি স্ত্রীর অধিকার: খাবার, পানীয়, পোষাক, বাসস্থান এজাতীয় সকল কিছু তাকে প্রদান করা এবং স্ত্রীদের মধ্যে সমতা বাস্তবায়িত করা।
স্ত্রীর প্রতি স্বামির অধিকার: আল্লাহর নাফরমানি নয় এমন কাজে তার অনুসরণ করা। তার গোপনীয়তা ও মালামাল সংরক্ষণ করবে। স্বামির জন্য ক্ষতিকর এমন কাজ থেকে সাধ্যানুযায়ী বিরত থাকবে।
7ـ حقوق الولاة والرعية
حقوق الرعية على الولاة: أن يقوموا بالأمانة التي حملهم الله إياها وألزمهم القيام بها من النصح للرعية والسير بها على النهج القويم الكفيل بمصالح الدنيا والآخرة، وذلك باتباع سبيل المؤمنين.
حقوق الولاة على الرعية فهي: النصح لهم فيما يتولاه الإنسان من أمورهم، وتذكيرهم إذا غفلوا، والدعاء لهم إذا مالوا عن الحق، وامتثال أمرهم في غير معصية الله، ومساعدتهم
৭. রাজা এবং প্রজাদের অধিকারঃ
রাজার প্রতি প্রজাদের অধিকার: আল্লাহ তাদের প্রতি যে আমানত দিয়েছেন তা রক্ষা করা, প্রজাদের জন্য কল্যানকর কাজ নিজেদের প্রতি আবশ্যকীয় করে নেয়া এবং দুনিয়া ও পরকালে কল্যানকর পথে চলা সহজলভ্য করা এটা মু'মিনদের পথ অনুসরণ করার মাধ্যমে।
প্রজাদের প্রতি বাদশাহের অধিকার: তাদের প্রতি অর্পিত দায়িত্বের ব্যাপারে তাদেরকে উপদেশ দেয়া। তারা ভুলে গেলে স্মরণ করিয়ে দেয়, তারা সত্য থেকে বিচ্যুত হয়ে গেলে তাদের জন্য দো'য়া করা।আল্লাহর নাফরমানি নয় এমন কাজে তাদের অনুসরণ করা এবং সহযোগীতা করা।
8ـ حق الجيران
الجار: هو القريب منك في المنزل، يحسن إليه بما استطاع من المال والجاه والنفع، ويكفّ عنه الأذى القولي والفعلي.
1ـ إن كان قريبا منك في النسب وهو مسلم فله ثلاثة حقوق: حق الجوار، وحق القرابة، وحق الإسلام.
2ـ إن كان مسلما وليس بقريب في النسب فله حقان: حق الجوار، وحق الإسلام
3ـ وكذلك إن كان قريبا وليس مسلما فله حقان: حق الجوار، وحق القرابة
4ـ إن كان بعيدا غير مسلم فله حق واحد: حق الجوار
৮. প্রতিবেশির অধিকারঃ
প্রতিবেশি হল যে তোমার বাড়ীর পাশে বসবাস করে। সাধ্যানুসারে আর্থিক কিংবা অন্যান্য উপায়ে তাদের প্রতি অনুগ্রহ করবে। কথা এবং কাজের মাধ্যমে তার থেকে কষ্টদায়ক জিনিষ প্রতিহত করবে।
ক. যদি সে বংশীয় সূত্রে তোমার নিকটে থাকে এবং সে মুসলিম,তার রয়েছে তিনটি অধিকার।
প্রতিবেশির অধিকার
আত্নীয়ের অধিকার
ইসলামের ধঅিকার
খ.যদি সে মুসলিম হয় কিন্তু বংশীয় সূত্রে নিকটে না থাকে তাহলে তার রয়েছে দুটি অধিকার।
প্রতিবেশির অধিকার
ইসলামের অধিকার
গ. যদি সে নিকটবর্তী হয় কিন্তু মুসলিম নয় তার রয়েছে দুটি অধিকার।
প্রতিবেশির অধিকার
নিকটাত্নীয়ের অধিকার
ঘ. যদি সে দূরবর্তী হয় এবং মুসলিম না হয় তার রয়েছে একটি অধিকার,
প্রতিবেশির অধিকার
9ـ حقوق المسلمين عموما
منها السلام، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصحه، وإذا عطس فحمد الله فشمّته، وإذا مرض فعده، وإذا مات فاتبعه، وكف الأذى عنه.
حقوق المسلم على المسلم كثيرة، ويمكن أن يكون المعنى الجامع لها هو قوله ﷺ «المسلم أخو المسلم» فإنه متى قام بمقتضى هذه الأخوة اجتهد أن يتحرى له الخير كله، وأن يجتنب كل ما يضره.
৯. সাধারণ মুসলিমদের অধিকারঃ
তাকে সালাম দেয়া, ডাকে সাড়া দেয়া, পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দেয়া, হাচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাব দেয়া, অসুস্থ্য হলে দেখতে যাওয়া, মারা গেলে তার জানাযার অনুসরন করা এবং তার থেকে কষ্টদায়ক বস্তু প্রতিহত করা।
এক মুসলিমের উপর অপর মুসলিমের অসংখ্য অধিকার রয়েছে। যার সামগ্রিক ভাবার্থ হল রাসূল (সঃ) এর এই কথাটি: একজন মুসলিম অপর মুসলিমের ভাই। যখন সে এই ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা পূরণ করেন তখন সে চেষ্টা করে তার জন্য সব ভালো কিছু করতে এবং তার জন্য ক্ষতিকর এমন বস্তু প্রতিহত করতে।
10ـ حق غير المسلمين
يجب على ولي أمر المسلمين أن يحكم فيهم بحكم الإسلام في النفس والمال والعرض، وأن يقيم الحدود عليهم فيما يعتقدون تحريمه، ويجب عليه حمايتهم وكف الأذى عنهم.
ويجب أن يتميزوا عن المسلمين في اللباس، وألا يظهروا شيئا منكرا في الإسلام، أو شيئا من شعائر دينهم؛ كالناقوس، والصليب.
১০. অমুসলিমদের অধিকারঃ
মুসলিমদের বাদশাহের উপর আবশ্যক হল তাদের প্রতি ইসলামের বিধান অনুপাতে কার্য ফায়সালা করা, তার জান, মাল ও সম্মানের ক্ষেত্রে। তারা যা হারাম মনে করে সে বিষয়ে সীমারেখা বাস্তবায়ন করা। তার উপর আবশ্যক হল তাদের নিরাপত্তা দেয়া এবং তাদের থেকে অনিষ্টকর বস্তু প্রতিহত করা।মুসলিমদের পোষাক হতে তাদের পোষাক আলাদা করা এবং ইসলামে অপছন্দনীয় এমন কোন জিনিষের প্রদর্শন না করা কিংবা তাদের কোন ধর্মীয় বিষয়াদী যেমন:
ঘন্টা বাজানো কিংবা ক্রুশ,,,,
বাঙালির অধিকার
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device