কবরের তিনটি প্রশ্ন ও চারটি নীতি এবং ইসলাম ভঙ্গের কারনসমূহ
কবরের তিনটি প্রশ্ন ও চারটি নীতি এবং ইসলাম ভঙ্গের কারনসমূহ: গ্রন্থটি যে বিষয়গুলো সম্বলিত: ১. কবরের তিনটি প্রশ্ন: এটি একটি মূল্যবান প্রবন্ধ। যাতে এমন মূলনীতিসমূহ সমৃদ্ধ হয়েছে, যা একজন মানুষের...
কবরের তিনটি প্রশ্ন ও চারটি নীতি এবং ইসলাম ভঙ্গের কারনসমূহ
কবরের তিনটি প্রশ্ন ও চারটি নীতি এবং ইসলাম ভঙ্গের কারনসমূহ:
গ্রন্থটি যে বিষয়গুলো সম্বলিত:
১. কবরের তিনটি প্রশ্ন:
এটি একটি মূল্যবান প্রবন্ধ। যাতে এমন মূলনীতিসমূহ সমৃদ্ধ হয়েছে, যা একজন মানুষের জানা ওয়াজিব। আর তা হচ্ছে, যে বিষয়ে তাকে কবরে জিজ্ঞাসা করা হবে ও ইবাদাতের প্রকারভেদ যে বিষয়ে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন এবং দ্বীনের স্তরসমূহের বর্ণনা।
২। চারটি নীতি:
তাওহীদের মূলনীতির বর্ণনা ও তার জ্ঞানার্জন এবং মুশরিকদের সাথে সংশ্লিষ্ট কতিপয় সংশয় ও তার প্রত্যুত্তর প্রসঙ্গে এটি একটি সংক্ষিপ্ত নিবন্ধ।
৩। ইসলাম ভঙ্গের কারনসমূহ:
এটি একটি সারসংক্ষেপ মূল গ্রন্থ । যে গ্রন্থে ইসলাম ধর্মের উপর ভয়াবহ বৃহত্তর মাসআলাসমূহের মধ্যে কতিপয় মাসাআলা উল্লেখিত হয়েছে। পাশাপাশি যে বিষয়গুলোতে পতিত হওয়ার সম্ভাবনা বেশি সেগুলোর ভয়াবহতাও আলোচিত হয়েছে। যাতে একজন মুসলিম সতর্ক হতে পারে এবং ঐ বিষয়গুলো থেকে স্বয়ং শঙ্কিত থাকতে পারে।
ছকাকৃতি ও প্রকারভেদ বর্ণনার মাধ্যমে চমৎকারভাবে গ্রন্থকার বইটিকে রচনা করেছেন। উক্ত গ্রন্থে লেখক সার্বিক উদ্দেশ্যসমূহ ও সামগ্রিক তাৎপর্যসমৃহ প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেছেন। এবং প্রত্যেক অধ্যায়ের পরে পরখ করার জন্য প্রশ্নপত্র সংযোজন করেছেন। এই গ্রন্থের সকল বিষয় মাত্রারিক্ত সংক্ষিপ্তকরন ও বিরক্তিকর দৈর্ঘ্যকরন থেকে মুক্ত।
কবরের তিনটি প্রশ্ন ও চারটি নীতি এবং ইসলাম ভঙ্গের কারনসমূহ
Scan QR Code | Use a QR Code Scanner to fast download directly to your mobile device